স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে র্যাবের অভিযানে এক কেজি ছয়শত গ্রাম গাঁজা ও একটি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার মাহমুদ খান জানান, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে ভৈরব থেকে কিশোরগঞ্জের পথে মাদক ব্যবসায়ী চক্র প্রতিনিধি বাসে করে গাঁজাবহন করছে এমন তথ্য পাওয়ার পর সত্যতা যাচাইয়ের জন্য সদর উপজেলার রশিদাবাদ বেইলী ব্রীজ এলাকায় র্যাবের চেকপোস্ট স্থাপন করা হয়। পরে ভোর ৬টার দিকে বাসটি চৌকির সামনে আসলে বাসে তল্লাসী করে এক কেজি গাঁজা ছয়শতগ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক কৃতরা হলো, কুমিল্লার সিটি কর্পোরেশন এলাকার ৪নং ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকার মৃত শাহজাহানের পুত্র মোঃ জনি (৩৩) ও মোঃ বাবুলের ছেলে মোঃ সবুজ মিয়া (২৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয়ের কথা স্বীকার করেছে আটককৃতরা। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।