মিজানুর রহমানঃ
কিশোারগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির উদ্দ্যোগে ও হাজী আব্দুল খালেক স্মৃতি পাঠাগার (সন্মানিয়না, পাকুন্দিয়া , কিশোারগঞ্জ) এর সহযোগিতায় ১২ জুন জেলা বেসরকারি গণগ্রন্থাগারের সভাপতি মো : রুহুল আমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। স্বপ্নিল পাঠাগারের প্রতিষ্ঠাতা মো: তৈয়ব আলী পবিত্র কোরআন থেকে তেলায়তের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি সাবেক ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ড. ইয়াসমিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক জনাব আজিজুল হক। কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফারহানা হাসনাত তুলি। বাজিতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান এ কে এম নূরুন্নবী এড. শেখ নূরুন্নবী বাদল। কেন্দ্রীয় ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ। জেলা পরিষদের সাবেক সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি। উক্ত অনুষ্ঠানে পাঠাগারের মান উন্নয়নের জন্য অত্র জেলার ৮টি উপজেলা হতে পাঠাগারের প্রতিনিধিবৃন্দ তাদের নিজস্ব মতামত ব্যাক্ত করেন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ লাইব্রেরি মান উন্নয়নের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান তার লিখিত ( বাংলাদেশ পূর্ণ গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা) নামক ১০ টি বই প্রদান করেন।হাজী আব্দুল খালেক স্মৃতি পাঠাকগারের সহযোগিতায় ১০টি পাঠাগারকে বই প্রদান করা হয়। এর মধ্যে ছিলো হোসেনপুর উপজেলার রমিজউদ্দীন পাঠাগার। কিশোারগঞ্জ সদর উপজেলার সুফিয়া মান্নান গণগ্রন্থাগার। পাকুন্দিয়া উপজেলার ড. এ কে এম শহীদউল্লাহ পাঠাগার, জিয়াউল হক বাতেন পাঠাগার, পাটুয়াভাঙ্গা পাবলিক লাইব্রেরি। বাজিতপুর উপজেলার সরারচর পাবলিক লাইব্রেরি। মিঠাইমন উপজেলার আরিফা ঝুমুর পাঠাগার। অষ্টগ্রাম উপজেলার স্বপ্নিল পাঠাগার এবং ইটনা উপজেলার মোহাম্মদ শাহজাহান মিয়া স্মৃতি পাঠাগারকে মূল্যবান বই উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে লেখক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আগত অতিথিরা উক্ত অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং আাগামী দিনে সমগ্র বাংলাদেশে এই কর্মসূচী বাস্তবায়নের জন্য আশ্বাস প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিনন্দ পাঠাগারে ও সংগ্রহ শালার প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী। সর্বশেষে জ্ঞানতীর্থ গ্রন্থাগারের উপদেষ্টা বৃক্ষ প্রেমিক হুসেন আলমগীর প্রদত্ত বৃক্ষ রোপনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।