কিশোরগঞ্জে গ্রাম পুলিশের মাঝে বাই-সাইকেল বিতরণ

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদে কর্মরত ১০৯ জন গ্রাম পুলিশ, দফাদার ও মহল্লাদারদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

পর্যায়ক্রমে জেলার ১০৮ ইউনিয়নে ১ হাজার ৬৭ জন গ্রাম পুলিশ, দফাদার ও মহল্লাদারদের মাঝে পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হবে। জেলায় মোট ১১০ জন দফাদার ও ৯৫৭ জন মহাল্লাদার রয়েছে। এর মধ্যে দফদার ১১০ জন, মহল্লাদার (পুরুষ) ৮৯৬ জন, মহল্লাদার (মহিলা) ৬১ জন।

উপজেলা ওয়ারি হিসেবে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ টি ইউনিয়নে দফদার ১১ জন, মহল্লাদার (পুরুষ) ৯৫জন, মহিলা (৩) জন। করিমগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নে দফাদার ১১ জন, মহল্লাদার (পুরুষ) ৮০ জন, (মহিলা) ১২ জন। বাজিতপুর উপজেলার ১১ টি ইউনিয়নে দফদার ১১ জন, মহল্লাদার (পুরুষ) ৯৫ জন , (মহিলা) ৪ জন। নিকলী উপজেলার ৭ টি ইউনিয়নে ৭ জন দফদার, মহল্লাদার (পুরুষ) ৬১ জন, (মহিলা) ২ জন। কটিয়াদী উপজেলার ৯ টি ইউনিয়নে দফাদার ৯ জন, মহল্লাদার (পুরুষ) ৭৬ জন, (মহিলা) ৫ জন। পাকুন্দিয়া উপজেলার ৯ টি ইউনিয়নে ১০ জন দফদার, মহল্লাদার (পুরুষ) ৭৮ জন, (মহিলা) ২ জন। তাড়াইল উপজেলার ৭ টি ইউনিয়নের দফাদার ৭ জন, মহল্লাদার (পুরুষ) ৬০ জন, (মহিলা) ৩ জন। অষ্টগ্রাম উপজেলার ৮ টি ইউনিয়নে দফাদার ৮ জন, মহল্লাদার (পুরুষ) ৬৮ জন, (মহিলা) ৩ জন। কুলিয়ারচর উপজেলার ৬ টি ইউনিয়নে দফদার ৬ জন, মহল্লাদার (পুরুষ) ৪৯ জন, মহিলা ৫ জন। ভৈরব উপজেলার ৭ টি ইউনিয়নে দফাদার ৭ জন, মহল্লাদার (পুরুষ) ৫৩ জন, (মহিলা) ১০ জন। হোসেনপুর উপজেলার ৬ টি ইউনিয়নে দফাদার ৭ জন, মহল্লাদার (পুরুষ) ৫১ জন, (মহিলা) ২ জন। মিঠামইন উপজেলার ৭ টি ইউনিয়নে দফাদার ৭ জন, মহল্লাদার (পুরুষ) ৫৩ জন, (মহিলা) ৬ জন। ইটনা উপজেলার ৯ টি ইউনিয়নে দফাদার ৯ জন, মহল্লাদার (পুরুষ) ৭৭ জন, (মহিলা) ৪ জন।

এসময় কিশোরগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দীকী, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.