স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ সদরের তারাপাশা বয়লা এলাকায় চাঁদা না দেয়ায় ভাই ভাই সাইকেল মাঠ শো রুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলার পর কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ব্যবসায়ী আনোয়ার হোসেন। এখনও ধরা ছোঁয়ার বাহিরে মূল অভিযুক্তরা।
অভিযোগে জানা যায়, ব্যবসায়ী আনোয়ার হোসেন ৪ বছর যাবত তাড়াপাশা বয়লা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকসার ব্যবসা করে আসছেন। বিগত ২৪ জানুয়ারি রাত ৮ টা ৩০ মিনিটে ব্যবসায়ী কাজ শেষে একরামপুর যাওয়ার পথে একই এলাকার সিরাজুল ইসলাম শিরু’র ছেলে মোঃ নিশাত (৩০) ও মোঃ জালালের ছেলে মোঃ বাপ্পি (২৫) পথরোধ করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আনোয়ার হোসেনকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার হুমকি প্রদান করে।
এরই জেরে গত ২৬ জানুয়ারি রাত ৭ টা ২০ মিনিটে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় উপরোল্লেখিত অভিযুক্ত দুইজনসহ একই এলাকার মোঃ বাবু মিয়া (২২), গোলাপ মিয়ার ছেলে মোঃ হুমায়ুন (৩০), আঃ সালামের ছেলে মোঃ ইব্রাহিম (২৭) ও জুয়েল মিয়ার ছেলে মোঃ সাদিক মিয়া (২৫)সহ অজ্ঞাত কয়েকজন পূর্বপরিকল্পিত ভাবে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে চাঁদা দাবি করে। এসময় চাঁদা দিতে অস্বীকৃত জানালে অভিযুক্তরা কর্মচারিদের উপর হামলা চালিয়ে দোকান ভাঙচুর করে ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় দোকানের মধ্যে ব্যাগের ভেতরে থাকা এগার লাখ তেত্রিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে হামলা, ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে ২৭ জানুয়ারি ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগি আনোয়ার হোসেন। মামলা দায়েরের চারদিন পার হলেও এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ মামলা দায়েরের বিষয় সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে মামলাটি তদন্তাদিন রয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।