কিশোরগঞ্জে চার চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

0

স্টাফ রিপোর্টারঃ

আগামী ৮মে ১ম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাচাইয়ে কিশোরগঞ্জে’র তিন উপজেলা কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া’র চার চেয়ারম্যান প্রার্থী ও একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোরশেদ আলম। বুধবার (১৭ মে) বিকেলে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, জাতীয় শ্রমিক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসউদ, হোসেনপুর উপজেলার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম। ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ জুয়েল মিয়া।

এরমধ্যে নির্বাচনের আইন অনুযায়ী দুই বছরের সাজা হওয়ায় রফিকুল ইসলাম রেনু’র মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া আতাউল্লাহ সিদ্দিক মাসউদ, শাহ মাহবুবুল হক, নাজমুল আলম ও জুয়েল মিয়া মামলার তথ্য গোপন করায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম বলেন, বাতিল হওয়া প্রার্থীরা প্রার্থীতা ফিরে পেতে আপিল করতে পারবেন। আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলে তাদের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, জেলা নির্বাচন অফিসের তথ্য মতে তিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯জন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ১৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেন। গত ২১ মার্চ নির্বাচন কমিশন প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল সোমবার ১৫ এপ্রিল। বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ ৮মে।

Share.