কিশোরগঞ্জে চার দফা নিয়ে হরিজন বাসফোর সম্প্রদায়ের মানববন্ধন

0
মিজানুর রহমানঃ
বাংলাদেশ হরিজন ওয়েলফেয়ার সোসাইটি ও সম্প্রীতি বাংলা মানবাধিকার ফাউন্ডেশন, বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদ ও হরিজন ঐক্য পরিষদ  কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে কিশোগঞ্জ শহরস্থ আখড়াবাজার সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আজ ৭ মার্চ মঙ্গলবার বিকেলে  চার দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্প্রীতি মানববাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ হরিজন ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান পথিক বাদল। জনিক লাল বাসফোর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন (বাসফোর) কল্যাণ পরিষদের প্রধান বাবু বিশ্বনাথ বাসফোর,রানা বাসফোর, রনি লাল বাসফোর, সুভাষ বাসফোর প্রমুখ।
বক্তরা হরিজন পরিচ্ছন্ন কর্মী নিয়োগের ক্ষেত্রে ৮০% কোঠা বাস্তবায়ন, পরিচ্ছন্ন কর্মী সুরক্ষা কমিটি গঠন, দ্রুত বৈষম্য বিরোধী কমিশন গঠন ও সকল বিশ্ববিদ্যালয়ে হরিজন শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তির কোঠা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
Share.