কিশোরগঞ্জে চিকিৎসক নার্সসহ ৩৮জন করোনায় আক্রান্ত; জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যহত

0

নিজস্ব প্রতিবেদকঃ

কিশোরগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। দিন যত যাচ্ছে আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বর্তমানে জেলায় রোদ্রমূর্তী ধারন করেছে করোনা ভাইরাস। সাধারণ মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি ইতিমধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ও নার্সসহ ৩৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

দেশে করোনা সংক্রমনের পর এই হাসপাতালটিকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবেও ঘোষনা করা হয়। ঘোষনার পর থেকে প্রতদিনই এই হাসপাতালে করোনা চিকিৎসা নেওয়ার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছোটে আসেন করোনা আক্রান্ত রোগীরা। তবে একদিকে কোভিড রোগী অন্যদিকে সাধারণ রোগীর চাপ থাকলেও হাসপাতালটিতে ১১৬ জন ডাক্তারের বিপরীতে ৪৬ জন এবং ৫৫ জন মেডিকেল অফিসারের বিপরীতে ২১ জন মেডিকেল অফিসার রয়েছেন। বাকী পদ শূণ্য থাকায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা যেমন ব্যহত হচ্ছে তেমনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের ভোগান্তির যেন অন্ত নেয়।

বর্তমানে করোনা চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক নার্সসহ হাসপাতালটির মোট ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫ জন নার্স, দুইজন চিকিৎসক, দুই জন এ্যাম্বুল্যান্স চালক একজন ল্যাব টেকনিশিয়ানসহ ৮জন আউটসোর্সিং কর্মচারী রয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছে।

মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. অনুপম ভট্টাচার্য্য বলেন, জেলায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালটিতে করোনা রোগীদের জন্য নির্ধারিত শয্যা সংখ্যা ১২০ থেকে ১৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। সেই সাথে ১০টি আইসিউ সেন্টারও রয়েছে। তবে জনবল সংকট থাকায় রোগীদের স্বাস্থ্যসেবা ব্যহত হচ্ছে।

কিশোরগঞ্জ জেলায় সর্বমোট ৬হাজার ৪৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এদের মধ্যে ৫ হাজার ২৯৩ জন সুস্থ্য হওয়ার পাশাপাশি ৯৪ জনের মৃত্যু হয়েছে। সরকারের দেওয়া বিধি নিষেধে জনসাধারণ সতর্ক না হলে কোভিডের সংক্রমণ এভাবেই অব্যাহত থাকলে সকল প্রস্তুতিকেই হার মানিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হবে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share.