কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতা হাবিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ সদরের মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসি।

বক্তারা বলেন, গত ১৬ জুন সকালে মিঠামইন হাওরে ঘুরতে যায় হাবিব ও তার বন্ধুরা। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বন্ধুরা পূর্ব শত্রুতার জেরে করিমগঞ্জ বালিখলা এলাকার আলিমচর হাওরে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় হাবিবকে। এরপর নিখোঁজের দুইদিন পর হাবিবের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ব্যাপারে তিনজনের নাম উল্লেখসহ ৬জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে নিহতের মা হোসনে আরা বাদী হযে মামলা দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, মারিয়া এলাকার মৃত আঃ জব্বারের ছেলে আজিজুল ইসলাম সুমন (৩০) হারুন অর রশিদের ছেলে সেলিম (৩১) ও খুদরত আলীর ছেলে সোহেল রানা (২৩) ছাড়াও পঞ্চগড় জেলার অজ্ঞাতনামা আরো তিনজন।

মানববন্ধনে জেলা যুব লীগ নেতা সৈয়দ আশফাকুল ইসলাম নাটু, ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গণি ঢালী লিমন, সাধারণ সম্পাদক আশরাফ আলী, বর্তমান সাধারণ সম্পাদক ফয়েজ উমান খানসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্র লীগের নেতাকর্মী ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

Share.