স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে ছুরিকাঘাতে এক গৃহবধূ খুন হয়েছেন। শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কালাইহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বামীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শাবনূর আক্তার স্বপ্না (২৬) মাইজখাপন ইউনিয়নের কালাইহাটি গ্রামের আবুল কাশেমের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, শহীদ পার্শ্ববর্তী চৌধুরীহাটি গ্রামের শামসুল মাস্টারের ছেলে স্বামী শহীদ (৩০) এর সঙ্গে বিয়ে হয় শাবনূর আক্তার স্বপ্নার। আনুমানিক দুই বছর যাবত তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় দুই সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন শাবনূর। শনিবার সন্ধ্যায় শাবনূর গরু আনতে বাড়ির বাইরে যান। এ সময় তার বুক, ডান হাত ও পাঁজরে ছুরিকাঘাত করে একই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মাদকাসক্ত আলামিন (৩০)। শাবনূরকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান আলামিন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুড়ি ও আলামিনের ব্যবহৃত স্যান্ডেল ঘটনাস্থল থেকে জব্দ করেছে পুলিশ। অপরদিকে ভিকটিমের স্বামী শহীদ (৩০) এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে শাবনূরের পরিবারের অভিযোগ।
পরে অভিযান চালিয়ে কালাইহাটি গ্রামের একটি ফাঁকা বাড়ি থেকে আলামিনকে হাসপাতাল থেকে শাবনূরের স্বামী শহীদকে আটক করে পুলিশ।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আল আমিন হোসাইন জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেফতার আলামিন ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন৷ এজাহার প্রাপ্তি সাপেক্ষে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।