কিশোরগঞ্জে জঙ্গি হামলার পাঁচ বছর আজ

0

নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের শোলাকিয়া জঙ্গি হামলার পাঁচ বছর আজ। জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধানিবেদন করা হয়েছে। আজ বুধবার (৭জুলাই) সকালে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড়ে নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপি এম (বার)।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরী, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বকর সিদ্দিকসহ পুলিশের অন্যান্য পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের আজকের এইদিনে ঈদুল ফিতরের দিন শোলাকিয়া ঈদগাহে নামাজ শুরুর কিছু আগে ঈদগাহের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। এসময় গুলি আর বোমায় কেঁপে উঠে চারপাশ। হামলায় পুলিশের দুই কনস্টেবল ও এক গ্রহবধূসহ ৫জন নিহত হয়। হামলার ৫বছর চলে গেলেও বিচার কার্যক্রম চলছে ধীর গতিতে।

২০১৮ সালের ১২ সেপ্টেম্বর ৫ শীর্ষজঙ্গিকে আসামি করে আদালতে চার্জশীট দেয় পুলিশ। তবে জঙ্গিদের নামে দেশের বিভিন্ন থানায় মামলা থাকায় তাদের নিয়মিত আদালতে হাজির করতে না পারায় বিলম্বিত হচ্ছে, বিচার কার্যক্রম। পাঁচ বছরেও শুরু হয়নি সাক্ষ্য নেয়া।

শোলাকিয়া হামলার ঘটনায় ওই বছরের ১০ জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে কারাগারে আছে ৫ জঙ্গি। এ মামলায় জঙ্গিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপি এম (বার)।

Share.