স্টাফ রিপোর্টারঃ
“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরন, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জেলায় শ্রেষ্ঠ লিগ্যাল এইড আইনজীবীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়ে জেলা জজ আদালতের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তারা লিগ্যাল এইড সর্ম্পকে তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান-এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ, ২- এর বিচারক রেজাউল করিম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম এ আফজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সহিদুল ইসলাম শহীদ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু নাছের ফারুক সঞ্জু, সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট বিজয় শংকর রায়, অ্যাডভোকেট ভৈৗপেন্দ্র ভৌমিক দোলন, অ্যাডভোকেট মায়া ভৌমিকসহ বিচারক, আইনজীবী ও সেবা প্রত্যাশীরা।
শুরুতে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সাদিয়া আফসানা রিমা লিগ্যাল এইডের গুরুত্ব ও এর কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন।
আলোচনা শেষে জেলায় শ্রেষ্ঠ তিনজন লিগ্যাল এইড (প্যানেল) আইনজীবীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন অ্যাডভোকেট ইশরাত জাহান, অ্যাডভোকেট শফিকুল ইসলাম শামীম ও অ্যাডভোকেট শ্রী শৈলেশ^র দাস।