স্টাফ রিপোর্টারঃ
“আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি ” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা প্রশাসন, নিরাপদ সড়ক চাই (নিসচা ) ও বিআরটি এর যৌথ উদ্যোগে সচেতনতা মুলক লিফলেট বিতরণ , আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । পরে আলোচনাসভা ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: শামীম আলম , পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ , নিসচার কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন ভূঁইয়া, পরিবহন মালিক সমিতির আহবায়ক হেলাল উদ্দিন মানিকসহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ ।
বক্তারা সড়ক নিরাপদ রাখতে গাড়ি চালকদের পাশাপাশি সকলকে সড়কে চলাচলে আরো সচেতন হওয়া প্রয়োজন বলে বক্তব্যে বলেন।