স্টাফ রিপোর্টারঃ
‘কোভিডোত্তর বিশ্বেও টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যাক্তির নেতৃত্ব ও অংশগ্রহন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি শিশু পরিবার বালিকায় গিয়ে শেষ হয়। পরে দিবসটি তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের আয়োজনে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোস্তফা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক শহীদুল্লাহ, সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মায়া ভৌমিক, সমাজ উন্নয়ন সংস্থার কর্মকর্তা অ্যাডভোকেট স্বপন সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে ৬টি হুইল চেয়ার বিতরণ করা হয়।