কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস পালন

0

নিজস্ব প্রতিবেদকঃ

কিশোরগঞ্জে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। আজ সকালে সূর্যোগয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সকাল ৭টায় জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, যুব মহিলা লীগ, ছাত্র লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপি এম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, পৌর মেয়র মো. পারভেজ মিয়া, জেল সুপার বজলুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আসাদুল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার, সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ আল মামুন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক কায়সার আহমেদ লিংকন, বঙ্গবন্ধু পরিষদরে সভাপতি ডা. আ ন ম নৌশাদ খান, সাধারণ সম্পাদক আবুল হাসেম, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনুর আফজল, সাধারণ সম্পাদক আসলামুল হক আসলাম, জেলা যুব মহিলা লীগের সাধারণ তাসলিমা আক্তার সুইটিসহ প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিবসটি পালন উপলক্ষে ভার্চুয়ালী চিত্রাংকন, রচনা, ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। সরকারি, বেসরকারিভাবে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Share.