স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও শোক শ্রদ্ধায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। ইতিহাসের এই দিনে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। এ চার নেতার অন্যতম কিশোরগঞ্জের সন্তান বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম।
দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ৭টায় নরসুন্দা লেক সিটির পাড়ে নির্মিত শহীদ সৈয়দ নজরুল ইসলামের ম্যুরাল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাড. এম.এ,আফজল, দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, মহিলা যুব লীগের সাধারণ সম্পাদক সুইটি আক্তার, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
এসময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ , মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড , যুব মহিলালীগসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিকাল ৫টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে।
এছাড়াও দিবসটি উপলক্ষে পৈত্রিক বাড়িতে মিলাদ মাহফিলসহ বিভিন্ন মসজিদ মন্দিরে দোয়া ও প্রার্থনা আয়োজন করা হয়েছে।