স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে রমজান মাস উপলক্ষ্যে কর্মহীন পরিবহন শ্রমিক, দিনমজুর ও দোকান কর্মচারিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫০জন কর্মহীন পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়।
খাদ্য সামগ্রীর মাঝে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি আলু, ১ টি মিষ্টি কুমড়া, ১ কেজি লবণ। যা প্রত্যেক পরিবারের মাঝে দেওয়া হয়।
স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজলসহ প্রশাসন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, করোনার মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। করোনা সংকটে একজন মানুষও না খেয়ে থাকবে না।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											