নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জে জনচলাচল, যান চলাচল ও স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ শনিবার (২৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বটতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম মোটর সাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেসন্স ও হেলমেট না থাকাসহ স্বাস্থ্য বিধি ও জনচলাচল স্বাভাবিক রাখতে ১৭টি মামলাসহ ৪ চাজার টাকা আর্থিক জরিমানা করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।