নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
এসময় করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানা ও মোটর সাইকেলের কাগজপত্র, হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২০টি মামলাসহ ৭ হাজার ৫০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।
জেলা প্রশাসেনর পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। এসময় জেলা পুলিশের সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।