নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে নেমেছে জেলা প্রশাসন। সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ও স্বাস্থবিধি মানাতে কিশোরগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ সোমবার (২১ জুন) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া এই মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় শহরের বটতলা এলাকায় তিনটি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্যবিধি অমান্য করা, বিভিন্ন অনিয়ম এবং সাধারণ পথচারীদের মাঝে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন ধারায় ১২টি মামলায় মোট ৭১ হাজার ৮০০ টাকা আর্থিক জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া জানান, করোনার ভয়কে উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অনিয়মের কারণে শহরের বটতলা এলাকায় অবস্থিত আল ছাফি ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, হাজী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা ও সিয়াম ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। জেলা প্রশাসেনর পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা সহযোগীতা করেন।