কিশোরগঞ্জে ট্রাফিক সেবা সপ্তাহ শুরু

0

স্টাফ রিপোর্টারঃ
“দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে ট্রাফিক সেবা সপ্তাহ। সেবা সপ্তাহ উপলক্ষ্যে আজ বুধবার সকালে পুলিশ সুপার কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা মোড়ে এসে শেষ হয়ে সচেতনতামূলক আলোচনা সভা হয়। এসময় সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাফিক ইন্সপেক্টর মোঃ শাহজাহান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার)। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মুস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ, ডিবি ইনচার্জ রফিকুল ইসলামসহ পরিবহন মালিক ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.