নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রেনের ধাক্কায় চার টুকরো হয়েছে বালু ভর্তি ট্রাক। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ বুধবার বিকেলে ভৈরব-ময়মনসিংহ রেলপথের কটিয়াদী উপজেলার মানিকখালী স্টেশন এলাকার মীরের পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও স্টেশন মাষ্টার জানায়, বালু নিয়ে একটি ট্রাক রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় রেললাইনের উপরে উঠার পর ট্রাকটি বন্ধ হয়ে যায়। স্থানীয় লোকজন শত চেষ্টার পরও ট্রাকটিকে রেললাইন থেকে সরাতে পারেননি। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে চার টুকরো হয়ে যায় ট্রাক। এসময় ট্রেনে থাকা যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পরে। স্থানীয়রা বলছেন কোন গেটম্যান না থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার জয়নাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের ইঞ্জিনের একটি হুক ভেঙ্গে গিয়েছে। পরবর্তীতে অপর একটি ইঞ্জিনের মাধ্যমে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্থ ইঞ্জিনটি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে অবস্থান করছে।