স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ রমজান উপলক্ষ্যে তরমুজের প্রতি মানুষের চাহিদা থাকায় হঠাৎ করেই বেড়েছে তরমুজের দাম। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় তরমুজ খাওয়ার ইচ্ছা থাকলেও দাম বেশি হওয়ায় কিনতে পারছেন না তারা।
এরই মধ্যে আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) শহরের বিভিন্ন তরমুজের আড়ৎ ও দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। এসময় তরমুজের দাম বেশি রাখার অপরাধে বিভিন্ন তরমুজ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বণিক।অভিযানে মেসার্স নরসুন্দা ফল ভান্ডারকে ৬ হাজার টাকা, বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৬ হাজার, মেসার্স সুমন এন্টারপ্রাইজকে ৪ হাজার, মেসার্স জামাল তরমুজের দোকানকে ১ হাজার, ও জুমোন মিয়ার ফলের দোকানকে ১ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়।
এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা ফারজানা খান ও সদর থানা পুলিশের এস আই রুকন উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।