স্টাফ রিপোর্টারঃ
ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে গত তিনদিন ধরে মাছ বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। এর ফলে বৃহস্পতিবার থেকে জেলা শহরের তিনটি বাজারে মাছ বিক্রী বন্ধ রয়েছে।
সম্প্রতি পৌরসভা থেকে জেলা শহরের বড় বাজার, কাচারী বাজার ও পুরানথানা বাজার তিনটি পৌরসভা থেকে ইজারা নেয়ার পর মাছেল ডালা প্রতি ভাড়া বাড়িয়ে দেন। গত বৃহস্পতিবার বর্ধিত ভাড়া আদায় করতে গেলে মাছ ব্যবসায়ীরা এর প্রতিবাদ জানিয়ে বর্ধিত টাকা দিতে অস্বীকার করেন। পরে গত তিনদিন ধরে খুচরা মাছ ব্যবসায়ীরা মাছ বিক্রী বন্ধ রেখেছেন।
এদিকে রমজান মাসে ইজারাদার ও মাছ ব্যবসায়ীদের দ্বন্দের কারণে মাছ কিনতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তবে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া জানিয়েছেন, আগামী রবিবার ইজারাদার এবং মাছ ব্যবসায়ী উভয় পক্ষের সাথে আলোচনা করে সমস্যাটি সুরাহার উদ্যোগ নেয়া হবে।