স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। জেলার তিন উপজেলায় ২৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণের পর গণনা শেষে রাতে বেসরকারিভাবে ঘোষনা করা হয়েছে বিজয়ী প্রার্থীদের নাম।
বিজয়ীরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়নের রশিদাবাদ ইউনিয়নে জহিরুল ইসলাম জুয়েল (স্বতন্ত্র), মাইজখাপন ইউনিয়নে আবুল কালাম আজাদ (নৌকা), মহিনন্দ ইউনিয়নে লিয়াকত আলী (লাঙ্গল), যশোদল ইউনিয়নে ইমতিয়াজ সুলতান রাজন (স্বতন্ত্র), বৌলাই ইউনিয়নে মো. আওলাদ হোসেন (নৌকা), বিন্নাটি ইউনিয়নে শফিকুল ইসলাম (স্বতন্ত্র), মারিয়া ইউনিয়নে মজিবুর রহমান হলুদ (নৌকা), চৌদ্দশত ইউনিয়নে মো. আতাহার আলী ভুইয়া (স্বতন্ত্র), কর্শাকড়িয়াইল ইউনিয়নে মো. বদর উদ্দিন (নৌকা ), দানাপাটুলী ইউনিয়নে মাজহারুল ইসলাম মাসুদ (স্বতন্ত্র)। এদিকে ব্যালট পেপার চিনিয়ে নেয়ার কারণে কাটাবাড়িয়া এ আর খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। তবে লতিবাবাদ ইউপি নির্বাচনে আব্দুর রাজ্জাক (স্বতন্ত্র) প্রার্থী এগিয়ে রয়েছেন বলে জানা যায়।
এদিকে নিকলী উপজেলার ৭টি ইউনিয়ন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন নিকলী সদর ইউনিয়নে মো. শাহরিয়ার আহমেদ তুলিপ (নৌকা), সিংপুর ইউনিয়নে মোহাম্মদ আলী (নৌকা), দামপাড়া ইউনিয়নে মো. আনোয়ার হোসেন (স্বতন্ত্র), কারপাশা ইউনিয়নে মো.তাকি আমান খান (নৌকা), জারইতলা ইউনিয়নে মো. আফরোজ (নৌকা), গুরুই ইউনিয়নে মো. তোতা মিয়া (নৌকা) ও ছাতিরচর ইউনিয়নে ইয়ার খাঁন চৌধুরী (নৌকা)।
কুলিয়ারচর উপজেলার ৫টি ইউনিয়নে বেসরকারি ভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে এ নির্বাচনে বেসরকারি ভাবে উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে মো. এনামুল হক আবু বাক্কার (নৌকা), ৩নং উছমানপুর ইউনিয়নে মো. নিজাম ক্বারী (নৌকা), ৫নং ছয়সূতী ইউনিয়নে মুহাম্মদ ইকবাল হোসেন (নৌকা), ৬নং সালুয়া ইউনিয়নে মোহাম্মদ কাইয়ুম (নৌকা) ও ৭নং ফরিদপুর ইউনিয়নে আলহাজ¦ এ এম আজিজউল্যাহ (নৌকা)।
উল্লেখ্য, তৃতীয় ধাপে উপজেলার ২নং রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ায় রামদী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।