নিজস্ব প্রতিবেদকঃ
“স্মরণের আবরণ মরণেরে যত্নে রাখে ঢেকে” এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জে প্রখ্যাত শিশুসাহিত্যিক দেশবরেণ্য ছড়াকার প্রথিতযশা সাংবাদিক রফিকুল হক দাদু ভাইয়ের মৃত্যুতে শোকসভা অনুষ্টিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদ ও সাহিত্য সংস্কৃতি সংগঠন জেগে ওঠো নরসুন্দা শোকসভার আয়োজন করে।
এসময় ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আহ্বায়ক আহমেদ উল্লাহর সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল।
জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক কায়সার আহমেদ লিংকনের পরিচালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রখ্যাত আইনজীবি নাসির উদ্দিন ফারুকী, ছড়া উৎসব পরিচলনা পর্ষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অধ্যাপক শাহজাহান সাজু, সাবেক ব্যাংকার ফিরোজ উদ্দিন ভূইয়া, পাকুন্দিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগমসহ বিভিন্ন কবি, ছড়াকার ও রাজনৈতিক সংগঠনের নেতকর্মীরা। আলোচনা শেষে দাদু ভাইয়ের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।