কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের তাড়াইলে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল হাসান রতন (৫৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার বানাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসান রতন বানাইল গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

 

আবুল হাসান রতনের মামাতো বোন অজিফা খানম জানান, বেশ কয়েক বছর যাবত চাচা গিয়াস উদ্দিনের সাথে আবুল হাসান রতনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধকে কেন্দ্র করে রাজনৈতিক কোন্দলকে কাজে লাগিয়ে সকালে রতনের উপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।

 

স্থানীয়রা জানায়, আগামি ১৫ জানুয়ারি উপজেলা বিএনপি’র সম্মেলনকে কেন্দ্র করে আজ সকালে বানাইল বাজারে গিয়াস উদ্দিন ও রতনের কথা কাটাকাটি হয়। পরে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে গিয়াস উদ্দিন ও তার লোকজন রতনের উপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হাসান রতনকে মৃত ঘোষনা করে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পরপরেই বিএনপি’র নেতাকর্মীরা রতনের খুনির ফাঁসির দাবীতে খন্ড খন্ড মিছিল করেন।

 

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্মেলনকে কেন্দ্র করে বানাইল বাজারে ওয়ার্ড বিএনপি’র সভাপতি গিয়াস উদ্দিনের সাথে ভাতিজা রাউতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল হাসান রতনের কথাকটাকাটি হয়। পরে বানাইল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আবুল হাসান রতন মারা যায়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

Share.