কিশোরগঞ্জে দুই পর্নোগ্রাফি ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে পর্নোগ্রাফি ব্যবসা করার দায়ে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার (০৯ মার্চ) দুপুরে সদর উপজেলার চৌদ্দশত বাজারে সবুজ মোবাইল সার্ভিসিং এবং হাসান টেলিকম নামক দুইটি কম্পিউটার দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চৌদ্দশত ইউনিয়নের মোঃ বুলবুলের ছেলে সবুজ মিয়া (২০) এবং যশিয়াইল গ্রামের মোঃ নিজামউদ্দিনের ছেলে ইমদাদুল ইসলাম (২৫)।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে দীর্ঘদিন যাবত এই দুই প্রতিষ্ঠানে পর্নোগ্রাফি ব্যবসা করে আসছে। এরই সত্যতা যাচাইয়ে তাদের আটক করা হয়। এবং তাদের হেফাজত হতে কম্পিউটার সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন চৌদ্দশত বাজারে সবুজ মোবাইল সার্ভিসিং ও টেলিকম ও হাসান টেলিকম নামক ০২টি কম্পিউটার দোকান থেকে অবৈধভাবে সার্ভারের খঅঘ নেটওয়ার্কের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করে বিভিন্ন্ প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে ছড়িয়ে ও পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, এবং সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। তাদরে বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Share.