নিজস্ব প্রতিবেদকঃ
‘আপনার অধিকার, আপনার দায়িত্ব’ দুর্নীতিকে না বলুন’ এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি রিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
এসময় ডিস্টিক্ট পলিসি ফোরামের সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতির কালো হাত উন্নয়নের সকল দিককে গ্রাস করেছে। জাতীয় উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য দুর্নীতি নামক সর্বনাশা ব্যাধি নির্মূলে সর্বশক্তি নিয়োগ করতে হবে। তবেই বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
এছাড়া দুর্নীতি দমন ও প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে বেশ কিছু সুপারিশ মালা তুলে ধরেন। তার মধ্যে, জাতীয় শুদ্ধাচার কৌশল সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা। অভিযোগ প্রতিকার ব্যবস্থা দ্রুত নিষ্পত্তি করা। তথ্য অধিকার আইন সর্ম্পকে জনসাধারণকে আরো সচেতন করা। সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) সর্বক্ষেত্রে নিশ্চিত করা ও এর ব্যবহার সর্ম্পকে নাগরিকদের সচেতন করা। আইনের শাসন প্রতিষ্ঠা করা ও আইনের স্পষ্টতা নিশ্চিত করা। সরকারী নিরীক্ষা কমিটি গঠন করাসহ আয় ব্যয়ের সামঞ্জস্যহীনতায় জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে।
ইতোমধ্যে শহরের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ শাখায় বর্তমানে ৬টি মামলা বিচারাধীন আছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাঃ আবদুর রহমানসহ ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের বিভিন্ন নেতৃবৃন্দসহ প্রশাসন ও নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।