স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের উদ্যোগে দরিদ্র সনাতন ধর্মের নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে দুই শতাধিক নারীর হাতে এসব শাড়ি তোলে দেয়া হয়।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র সভাপতিত্বে এতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিপি বিজয় শংকর রায়, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মাখন দেবনাথ, সাধারণ সম্পাদক পল্লব কর প্রমুখ বক্তব্য রাখেন।
সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, আমাদের আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতি হচ্ছে হিন্দু মুসলমান ভাই ভাই, উৎসব সবার। কিছু কালো সাপ সেখানে ঢুকে সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।