স্টাফ রিপোর্টারঃ
করোনা নিয়ন্ত্রনে কিশোরগঞ্জে চলছে দ্বিতীয় পর্যায়ের গণ টিকাদান কার্যক্রম। জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্র দুটিতে সিনোফার্মার ডোজ প্রয়োগ করে এ কার্যক্রম চলছে।
টিকাদানের জন্য স্বাস্থ্য মন্ত্রনালয় জেলার সিভিল সার্জন কার্যালয়ে ২৭ হাজার ৪০০ ডোজ সিনোফার্মা টিকা পাঠিয়েছে। টিকা নিতে পূর্ব থেকে নিবন্ধনকৃত ৩৫ বছর উর্ধ্ব বয়সী নারী পুরুষরা টিকা কেন্দ্রে আসছেন। টিকাদান কর্মসূচি সফলভাবে চলছে বলে জানিয়েছেন জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ সাইফুল ইসলাম।