কিশোরগঞ্জে নকল বিড়ি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে নকল বিড়ি কারখানা সিলগালাসহ আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বিকেলে সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নে অনুমোদনহীন নকল মানিক বিড়ি কারখানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ অদালত পরিচালনা করেন। এ সময় কারখানাটিকে ৫০ হাজার জরিমানাও করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এই বিড়ি কারখানায় অভিযান চালানো হয়। এসময় নিম্নমানের তামাক ও নকল ব্যান্ডরোল জব্দ করা হয়। সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। এছাড়া জব্দ নিম্নমানের তামাক ও নকল ব্যান্ডরোলগুলো আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিএন এম শোভন খানসহ র‌্যাব সদস্যরা।

Share.