কিশোরগঞ্জে নরসুন্দা নদীর পাড় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবীতে মানববন্ধন

0

নিজস্ব প্রতিবেদকঃ

কিশোরগঞ্জের নরসুন্দা নদীর দুই পাড় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, পুনর্বাসন প্রকল্পের দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি দাবীসহ প্রকল্পের নকশা অনুযায়ী অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবীতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ (২৭ জুন) রবিবার সকালে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের উদ্যোগে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বক্তারা নরসুন্দা নদী পুনর্বাসন প্রকল্পের কাজে গাফিলতি এবং অসম্পূর্ণ থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে প্রকল্পের কাজ শুরুর আগে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হলেও বর্তমানে পুণরায় প্রশাসনের মদদে অবৈধভাবে নদীর জায়গায় স্থাপনার নির্মাণের ঘটনায় তীব্র নিন্দা জানান। অবিলম্বে নদীর পাড় থেকে সকল অবৈধ স্থাপনা অপসারণ ও প্রকল্পের নকশা অনুযায়ী অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবি জানান। দখলদার উচ্ছেদে প্রয়োজনে আরো কঠোর কর্মসুচি নেয়া হবে বলেও মানববন্ধনে জানানো হয়।

নাগরিক সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবীরের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন নাগরিক অধিকার কর্মী কামরুল আহসান মুকুল, কানন চক্রবর্তী, কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু তাহের, সাংবাদকি রেজাউল হাবিব রেজা, আশরাফ আলী প্রমুখ।

Share.