কিশোরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন

0
স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে নানা আয়োজনে মুজিবর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা  ও জাতীয় দিবস ২০২১ পালিত হয়েছে । 
দিবস উপলক্ষে (২৬ মার্চ ২০২১) শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । সকাল ৬ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গুরুদয়াল সরকারি কলেজ মাঠের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ  করা হয়। এসময় একে একে পুলিশ প্রশাসনসহ আওয়ামী লীগ ও সরকারি বেসরকারী সকল প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সকাল সাড়ে ৬ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয় ।
সকাল ৮টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার, ফায়ারসার্ভিস, রোভার ও গার্ল-ইন-রোভার দল অংশগ্রহণ করে। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক শামীম আলম ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের প্রধানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
বাদ জুমা মসজিদে মসজিদে বিশেষ দোয়া এবং সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এদিকে বিকেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Share.