স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ সদর থানাধীন কামালিয়ারচর এলাকা থেকে জুয়া খেলার নগদ টাকা ও সরাঞ্জামসহ নয় (০৯) জুয়ারিকে আটক করেছে র্যাব। ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে সদর থানার কামালিয়ারচর ধান ক্ষেতের ভিতর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ বত্রিশ হাজার টাকা (৩২,০০০/-) ও চার বান্ডিল তাস উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, চৌদ্দশত ইউনিয়নের সুলতানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মতিন(৪০), কামালিয়ারচর গ্রামের নূরুল ইসলামের ছেলে মোঃ শফিকুল (৩০), কুট্টাঘর এলাকার সোহরাব উদ্দিনের ছেলে নূর ইসলাম (৩২), কামালিয়ারচর এলাকার শফির উদ্দিনের ছেলে আবু বাক্কার সিদ্দিক স্বপন (৩৮), আবু বাক্কার সিদ্দিকের ছেলে মোঃ আমিনুল ইসলাম (২২), দনাইল এলাকার হেলাল মিয়ার ছেলে তরিকুল (১৯), কামালিয়ারচর এলাকার আব্দুর রহিমের ছেলে শামীম (৩০), ইরসাইল মিয়ার ছেলে মোঃ বাদল মিয়া(৩৫), দনাইল এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে আবুল কালাম (৫০)।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিএন এম শোভন খান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে স্বীকার করেছে। আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।