স্টাফ রিপোর্টারঃ
‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি; বাল্যবিয়ে এবং অনাকাক্সিক্ষত গর্ভধারণ রোধ করি’ এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে বিশেষ সেবা ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার যশোদল ইউনিয়নের দামপাটুলী প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প এলাকায় অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুমা খাতুন সফ্টি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এছাড়াও ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক এস এম খাইরুল আমিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমআইএস ইউনিটের উপপরিচালক সফিউল হক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারি পরিচালক (সি.সি) ডা. হোসনা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুদ আক্তার, যশোদল ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন ও সেবা গ্রহীতাসহ উঠান বৈঠকে শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।