স্টাফ রিপোর্টারঃ
‘আর নয় লুকোচুরি মাসিক নিয়ে সচেতনতা গড়ি’ এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জে পালিত হলো ‘মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস’। ২১ মে থেকে ২৮ মে ২০২৩ পর্যন্ত আটদিন ব্যাপী এ দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে যৌথভাবে জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং ইউএসএআইডি সুখীজীবন প্রকল্পের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। কার্যক্রমের মধ্যে রয়েছে স্বাস্থ্যশিক্ষা সেশন, উঠান বৈঠক, গ্রুপ মিটিং, লিফলেট বিতরণ, বিশিষ্ট জনের মতামত ও আলোচনা ইত্যাদি।
কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা উপ পরিচালক মোহাম্মাদ নাজমূল আনোয়ার অপু সবাইকে এ বিষয়ে গণসচেতনতা তৈরি করার জন্য অনুরোধ করেন। বিভিন্ন সেশনে মিটিংয়ে উক্ত বিষয়ে খোলামেলা আলোচনা করার জন্য অনুরোধ করেন।
এ বিষয়ে কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজ প্রায় ৬০০ জন ছাত্রীর উপস্থিতিতে উক্ত দিবসটি উদযাপিত হয়। এ সময় ছাত্রীদের বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, ভিডিও ডকুমেন্টেশন (তিতির) ও বিশেষ করে বাল্যবিবাহ অন্যান্য রিলেটেড শট ডকুমেন্ট দেখানো হয়।
জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আ: জা: মো: আকরাম উদ্দিন বলেন, এটি কোনো লুকোচুরি বা লজ্জার কোনো বিষয় নয় এটি একান্তই স্বাভাবিক ঘটনা। সকলকেই এ বিষয়ে সচেতন থাকতে হবে।
পাকুন্দিয়া পৌরসভার কমিশনার মো: মোস্তফা উঠান বৈঠকে উপস্থিত থেকে সবাইকে এ বিষয়ে সচেতনতা জন্য পরামর্শ দেন। তিনি আরো বলেন, উপজেলা পরিষদে উক্ত বিষয় নিয়ে খোলামেলা ভাবে কথা বলবেন ও সচেতনতা বৃদ্ধি করবেন।