স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে সাদেক হোসেন নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আজ (২ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়। কিশোরঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান জানান, সকালে সাদেক হোসেন তার পাসপোর্ট করার জন্য আবেদন জমা দেন। আবেদনের পর তার সাক্ষাতকার নেয়ার সময় কথা বার্তায় সন্দেহ হয়। সন্দেহের প্রেক্ষিতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা হিসেবে সনাক্ত করা হয়। পরে পুলিশে খবর দিয়ে তাকে সোর্পদ করা হয়। তিনি আরো বলেন সাদেক হোসেন চট্টগ্রাম কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছিল । স্থানীয় দালালের মাধ্যমে কিশোরগঞ্জের ইমাম হোসাইনের সাথে পরিচয় হয়। পরে ইমাম হোসাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনসহ সকল কাগজপত্র তৈরি করা হয়। সাদেক হোসেনকে আটক করা গেলেও দালাল ইমাম হোসাইন পালিয়ে যায়।