স্টাফ রিপোর্টারঃ
কর্তব্যরত অবস্থায় নিহত/মৃত পুলিশ সদস্যদের স্মরণে কিশোরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার সকালে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । পরে নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ লাইন্স স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
র্যালি ও শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে পুলিশ লাইন্সে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মোহাম্মদ শামীম অালম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা পিবিঅাই এর পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন, পাবলিক প্রসিকিউট ও জেলা অাইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ অাজিজুল হক, জিপি অ্যাডভোকেট বিজয় শংকর রায়, মহিলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
জানা যায়, ২০১৭ সাল থেকে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মোমেরিয়াল ডে পালিত হচ্ছে। কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানানোর জন্য পালন করা হয় ‘পুলিশ মেমোরিয়াল ডে’। অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তা ও নিহত পুলিশ সদস্যদের স্বজনদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
স্মরণ সভাশেষে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।