কিশোরগঞ্জে পোল্ট্রি ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন

0

স্টাফ রিপোর্টারঃ
পোল্ট্রি শিল্পের বর্তমান সংকট থেকে উত্তরণ ও পোল্ট্রি খাদ্য মূল্য কমানোর দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ কিশোরগঞ্জ জেলা কমিটি। আজ বুধবার দুপুরে স্থানীয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, জেলায় সাড়ে পাঁচ হাজার খামারের বিপরীতে করোনা ও পোল্ট্রি খাদ্যের দাম বাড়ায় সাড়ে তিন হাজার খামার বন্ধ হয়ে গিয়েছে। এই পেশার সাথে প্রায় তিন লাখ মানুষ জড়িত। এর মধ্যে পোল্ট্রি খাদ্যের দাম বাড়তে থাকায় প্রতিদিনই খামারিরা লোকসান পোহাচ্ছে।

এসময় সংগঠনের সভাপতি এ কে ফজলুল হক, কিশোরগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ সভাপতি মজিবুর রহমান বেলাল, সহ-সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু , নাসিবের সভাপতি আলালউদ্দিন , জেলা পোল্ট্রি ব্যাবসায়ী সমিতির সভাপতি শামসুল ইসলাম খান মাসুম, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সাদেকুর রহমানসহ অনেকেই বক্তব্য রাখেন। এরপর ডিমের ন্যায্য মূল্য না পাওয়ায় এর প্রতিবাদে রাস্তায় ডিম ভেঙ্গে এর প্রতিবাদ জানায় খামারিরা।

Share.