স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আজ রবিবার (২০ ডিসেম্বর) উৎসব মুখর পরিবেশে প্রর্থীরা নিজ নিজ দলীয় সর্মথকদের নিয়ে জেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। মেয়র পদে বড় দুই দলের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পারভেজ মিয়া ও বিএনপি সমর্থিত প্রার্থী ইসরাইল মিয়াসহ সতন্ত্র প্রার্থীদের মনোনয়ন পত্র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আশ্রাফুল আলম মনোনয়ন পত্র গ্রহণ করেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী আগামী ১৬ জানুয়ারী ব্যালট পেপারের মাধ্যমে কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্টিত হবে।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											