স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের সভাপতি মোঃ আনোয়ার হুসাইনের প্রবাস থেকে প্রত্যাবর্তণ উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে গাঙ্গাইল পাঠানপাড়া এলাকায় ঈশাখান পল্লীতে সভার আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, একজন প্রবাসী এ দেশের রেমিট্যান্স যোদ্ধা। যাদের রেমিট্যান্সের সহযোগিতায় আজ দেশের অর্থনৈতিক চাকা সচল। সেই প্রবাসী দেশ থেকে যাওয়ার সময় বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে হয়ারানির শিকার হতে হয়। একই সাথে প্রবাস থেকে দেশে ফেরার পর অনেক প্রবাসীর পাঠানো অর্থের সঠিক হিসাব পরিবার থেকে দেওয়া হয়না। বরং তাদের সাথে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে তার প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করা হয়। এমন অভিযোগ প্রায় সময় পাওয়া যায়। সেই লক্ষ্যে প্রবাসীদের নিয়ে কাজ করতে কিশোরগঞ্জে প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা খলিলুর রহমান খোকন, উপদেষ্টা তসলিমুর রহমান খান রবিন, দিকদাইর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার আলম, হাজী সারওয়ার আলম শাহীন, মাথিয়া ই ইউ কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক ইসমাইল হোসাইন মুফিজি, মাওলানা সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক রাজু ইসলাম। অন্যান্যদের মধ্যে আল-হেরা গ্রুপের এমডি কাউসার আহমেদ উপস্থিত ছিলেন।