নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে করনীয় বিষয়ে পলিসি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম কিশোরগঞ্জের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
অনুষ্ঠানে শিক্ষার গুণগত মনোন্নয়নে শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ, কার্যকর পরিবীক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলা, প্রাইভেট বা কোচিংয়ে নিষেধাজ্ঞা বাস্তবায়ন, পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের ভীতি দূর করাসহ বেশকিছু সুপারিশ উপস্থাপন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফা, জেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা সুব্রত কুমার বণিক উপস্থিত ছিলেন।
ডায়লগ অনুষ্ঠানে পজিশন পেপার উপস্থাপন করেন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের পরামর্শক মো. মনিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সাধারণ সম্পাদক মীর আশরাফ উদ্দিন।