কিশোরগঞ্জে প্রাথমিক শিক্ষার মানউন্নয়নে পর্যালোচনা সভা

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষার মানউন্নয়ন শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সভার আয়োজন করে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম।

এসময় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

সভায়, গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে সমস্যা, সমস্যার উল্লেখযোগ্য কারণ ও এর প্রভাব নিয়ে আলোচনাসহ প্রাথমিক শিক্ষার গুণগতমানউন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল সিদ্দীক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রতা কুমার বণিক, জেলা সমাজসেবা উপপরিচালক কামরুজ্জামান খানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Share.