কিশোরগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করে জেলা ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম।

পলিসি ফোরামের সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এসময় শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করে বিদ্যালয় গুলোতে মনিটরিং ব্যবস্থা জোরদার, শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করা, শিক্ষকদের পাঠদান বহির্ভূত বিভিন্ন কার্যক্রম থেকে যথাসম্ভব বিরত রাখা, এসএমসি ও পিটিএ সক্রিয় করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা, বিদ্যালয়ের সহ-শিক্ষাক্রমিক কার্যক্রম চালু রাখা, শতভাগ শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের পরিবর্তে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া এবং উপবৃত্তির টাকার পরিমাণ বৃদ্ধি করাসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

এসময় জেলা ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সাধারণ সম্পাদক মীর আশরাফ উদ্দিনের পরিচালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোস্তফা, জেলা ও উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share.