কিশোরগঞ্জে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জালুয়াপাড়া এলাকা থেকে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ শনিবার সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কিশোরগঞ্জ সদর উপজেলার বগুড়া গ্রামের মোঃ ইসরাফিলের ছেলে মোঃ হাসনাত (১৯) ও মুন্সিগঞ্জ জেলার লোহজল উপজেলার বালিগাঁও গ্রামরে আঃ হাই হিরার ছেলে হেফজুর রহমান (৩২)।
এসময় তাদের কাছ থেকে ১৭৯ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেটকার ও মাদক ব্যবসায় ব্যবহৃত ৪টি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বি এন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে সদর উপজেলার চৌদ্দশত এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.