স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে “কলিজার গ্রাম” সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া গ্রামে ক্যাম্পের আয়োজন করা হয়।
অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন পদ্মা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
এসময় উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, চিত্রনায়ক সাইমন সাদিক, পদ্মা জেনারেল হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
চিকিৎসাসেবাসহ সাধারণ রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা নিয়েছেন।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											