কিশোরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালক ও বালিকা অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে প্রতিযোগীদের মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহায়তায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্টিত হয়। খেলায় বালক অনুর্ধ্ব-১৭ হোসেনপুর উপজেলাকে ৩-১ গোলে হারিয়ে ভৈরব উপজেলা চ্যাম্পিয়ন ও বালিকা অনুর্ধ্ব-১৭ কিশোরগঞ্জ পৌরসভাকে ২-০ গোলে হারিয়ে করিমগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টে ৮টি গোল করে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছে কানন। ফাইনালে বালক দলের ম্যাচসেরা হয়েছে হোসেনপুরের আজহারুল ইসলাম, আর বালিকা দলের ম্যাচসেরা হয়েছে করিমগঞ্জ দলের রুমা। বালকদের মধ্যে টুর্নামেন্ট সেরা হয়েছে কিশোরগঞ্জ পৌরসভা দলের নাঈম, আর বালিকাদের মধ্যে টুর্নামেন্ট সেরা হয়েছে কিশোরগঞ্জ পৌরসভা দলের রাহিমা। করোনা মহামারিতেও ফাইনাল দুটি খেলায় গ্যালারিতে দর্শকের কমতি ছিলনা।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফা, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফরজানা, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকা বিভাগের পরিচালক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ প্রমুখ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

Share.