নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জে দুইদিন ব্যাপী বঙ্গবন্ধু জাতীয় শাওলিন ও উডাং কুংফু প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় একটি পার্কের সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া।
বাংলাদেশ মার্সাল আর্ট কনফেডারেশনের সহযোগিতায় শাওলিন ও উডাং কুংফু এসোসিয়েশন প্রতিযোগিতার আয়োজন করেন।
খেলায় মোট ১৮টি জেলার প্রতিযোগিরা অংশ গ্রহণ করেছে। আগামিকাল মঙ্গলবার বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনুর আফজল, নেহাল গ্রীন পার্কের পরিচালক উসমান গণি প্রমুখ।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											