কিশোরগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। যেখানে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন।

জেলার ১৩টি উপজেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হলেও এই হাসপাতালটিতে বর্তমানে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে। ডেঙ্গুর প্রার্দুভাবের শুরু থেকে এখন পর্যন্ত গত ২ মাসে ১২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৯ জন। বর্তমানে ২০জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে অবস্থার অবনতি হওয়ায় গত দু’মাসে দুইজনকে এই হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বস্তির খবর এখনো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। হাসপাতালটির তথ্য মতে তাদের মধ্যে বেশির ভাগ রোগী ঢাকা থেকে আগত। বর্তমানে ভর্তি রোগীদের অনেকেই আশঙ্কা মুক্ত। প্রতিদিনই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান জানান, প্রথমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও বর্তমানে কিছুটা কম রয়েছে। আর রোগীদের চিকিৎসা কোন প্রকার ঘাটতি নেই। রয়েছে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থাও। ডেঙ্গু মোকাবেলায় সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।

Share.