কিশোরগঞ্জে বিচার বিভাগের উদ্যোগে ১৫ আগস্ট উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে বিচার বিভাগের আয়োজনে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে । আজ সকালে দিবসটি উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সায়েদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কিরণ শংকর হালদার, ২-এর বিচারক মোঃ সোলায়মান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক নার্গিস ইসলাম, ৩য় আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক, ১ম আদালতের বিচারক মোঃ কামাল হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত ও ভারপ্রাপ্ত জজ নেজারত বিভাগের আ ন ম ইলিয়াস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল আফছার, বাজিতপুর সিনিয়র সহকারী জজ মোঃ মাহবুবুল হক, মিঠামইন আদালতের সহকারী জজ এস এম আলা উদ্দিন, সিজে এম কোর্টের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোঃ সারোয়ার হেসেন, জেলা জজ আদালতের নাজির মোঃ সাইফুল ইসলাম, সিজে এম কোর্টের নাজির মোঃ মোখলেছুর রহমান।

আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সাদিয়া আফসানা রিমা। দোয়া পরিচালনা করেন জজকোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আহমদ উল্লাহ। দিবসটি উপলক্ষ্যে দুপুরে আল জামিয়াতুল ইমদাদিয়া এতিমখানায় এতিম ছাত্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

Share.